অ্যাড দেখে টাকা ইনকাম করার সেরা ৮টি সাইট
বর্তমানে অ্যাড দেখে টাকা ইনকাম করার প্ল্যাটফর্ম গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করছে। আপনাদের অ্যাড দেখে টাকা উপার্জন করার কিছু বিশ্বস্ত ও কার্যকরী সাইট
সম্পর্কে জানাবো।
এধরনের কাজের জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। ধৈর্য সহকারে ইন্টারনেট সংযোগ
নিয়ে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কিভাবে ইনকাম করা যায় তা নিচে
বিস্তারিত আলোচনা করা হলো।
সূচিপত্রঃ অ্যাড দেখে টাকা ইনকাম
অ্যাড দেখে টাকা ইনকাম
অ্যাড দেখে টাকা ইনকাম একটি সহজ মাধ্যম এবং ঝুঁকিমুক্ত। এখানে কোন
দক্ষতা ছাড়াই ইনকাম করতে পারবেন যেকোন সাইটে। তবে আপনাকে
বিশ্বস্ত সাইট বেছে নিতে হবে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের
পণ্যের ট্রাফিক বাড়ানোর জন্য অ্যাড দিয়ে থাকে। এসব অ্যাড দেখে আপনি
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
আপনি বিভিন্ন কোম্পানির অ্যাড অফিলেট মার্কেটিং করার মাধ্যমেও ইনকাম করতে
পারবেন। অনেক ভুয়া কোম্পানি বা সাইট রয়েছে যেগুলোতে রেজিস্ট্রেশন করার সময়
টাকা চাই। এগুলো থেকে সাবধান হয়ে কাজ করতে হবে। বিশ্বস্ত সাইটগুলোতে কোন
প্রকার ডিপোজিট ছাড়াই ইনকাম করতে পারবেন। এরকম কিছু বিশ্বস্ত
সাইটগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
Lootup থেকে ইনকাম করার উপায়
এই সাইটের মাধ্যমে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। এটি নতুন
ফ্রিল্যান্সারদের জন্য টাকা ইনকাম করার সহজ উপায়। এখানে
বিভিন্ন অ্যাড দেখে অর্থ উপার্জন করা যায়। আপনি ধৈর্য সহকারে অ্যাড দেখতে
পারলে এখান থেকে ভালো একটি প্রফিট পাওয়া যায়। এখানে আপনার কোন স্কিল বা
দক্ষতার প্রয়োজন হবে না। এগুলো সম্পূর্ণ
রিয়েল টাকা ইনকাম সাইট।
আপনি যদি নতুন হয়ে থাকেন তবে এই সাইটে একাউন্ট খুলে এদের বিভিন্ন টাস্ক
কমপ্লিট করার মাধ্যমে ইনকাম করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সার্ভে
পূরণ অ্যাপ ডাউনলোড ভিডিও দেখা ইত্যাদি কাজ হয়ে থাকে। এখানে রেফারেল করে
বোনাসের মাধ্যমে ইনকাম করা যায়। এখানে যে ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলো হলো।
- সার্ভে পূরণ
- অ্যাড দেখা
- অ্যাপ ইন্সটল
- রেফার করা
PaidVerts অ্যাড দেখে ইনকাম
এটি হল পিটিসি প্ল্যাটফর্ম যেখানে bonus ad points সিস্টেম চালু রয়েছে। এখানে
প্রতিদিনের ইনকাম প্রতিদিন পাওয়া যায়। এখানে অ্যাড দেখে টাকা ইনকাম
এর পরিমাণ অন্যান্য সাইটের তুলনায় একটু কম। তবে এখানে যেকোনো এমাউন্টের
ডলার উইথড্রো করা যায়। প্রথম অবস্থাতে ইনকাম কম হলেও নিয়মিত কাজ করার মাধ্যমে
আপনার ইনকাম বাড়তে পারে।
এখানে অ্যাডের পাশাপাশি আপনি রেফারেল করেও ইনকাম করতে পারেন। অ্যাড দেখার চেয়ে
এখানে রেফারেল করে বেশি ইনকাম করা যায়। প্রতি রেফারের জন্য নির্দিষ্ট কমিশন
রয়েছে যেটা থেকে ইনকাম বেশি হয়। তবে আপনাকে সক্রিয় রেফারেল নিতে হবে যেন
আপনার ইনকাম বৃদ্ধি পায়। আপনি বিভিন্ন অফার এবং সার্ভে যোগ করার মাধ্যমেও
আপনার ইনকাম বৃদ্ধি করতে পারেন।
NeoBux অ্যাড দেখে ইনকাম
এটি এমন একটি সাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাড দেখে ইনকাম করতে পারেন।
এখানে একাউন্ট খুলে আপনি আপনার ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন। আপনার
ক্যাটেগরি অনুযায়ী আপনার এডের রেট নির্ভর করবে। এখানে অ্যাড দেখার পাশাপাশি
আপনি সার্ভে ও গেম খেলেও ইনকাম করতে পারবেন। গেম খেলার জন্য দিনে আপনাকে
নির্ধারিত একটি সেশন দেওয়া হবে। আপনি সেই সেশন কমপ্লিট করতে পারলে আপনার ইনকাম
বৃদ্ধি পাবে।
এছাড়াও আপনি এখানে রেফারেল করেও আপনার ইনকাম বৃদ্ধি করতে পারেন। রেফারেল করার
পাশাপাশি আপনাকে নিজেও অ্যাড দেখতে হবে যেন আপনার ইনকাম বৃদ্ধি পায়। এখানে
আপনি ২ থেকে ৩ ডলার হলেই উইথড্রো করতে পারবেন। আপনি এমন রেফারেল করবেন যেন তারা
সবসময় অ্যাক্টিভ থাকে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি ছোট আয়ের
জনপ্রিয় উৎস।
Scarlet Clicks অ্যাড দেখে ইনকাম
এটি একটি জনপ্রিয় ছোট আকারের এর দেখে ইনকামের প্ল্যাটফর্ম। এখানে আপনি একাউন্ট
খোলার পর বিভিন্ন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। আপনি সব সময় সক্রিয় থেকে
অ্যাড দেখেন তাহলে আপনার কার্যকারিতা বৃদ্ধি পাবে। ইনকাম বাড়ানোর জন্য আপনাকে
রেফারেল করা লাগবে। রেফারেল এমন কাউকে করবেন যেন সব সময় সে একটিভ থাকে।
আরও পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025
এছাড়াও আপনি এখানে গেম খেলে আয় করতে পারেন। আপনি এখানে সর্বনিম্ন ২ ডলার
পর্যন্ত উইথড্রো দিতে পারবেন। এখানে কাজ করে অল্প সময়ের মধ্যে অধিক টাকা ইনকাম
করা সম্ভব নয়। আপনাকে ধৈর্য সহ করে কাজ করতে হবে। যারা কোন ফ্রিল্যান্সিং
জগতের কাজ সম্পর্কে জানে না তারা এখানে একাউন্ট করে অল্প পরিসরে ইনকাম করতে
পারবেন।
ySense থেকে ইনকামের উপায়
এটি এমন একটি মাধ্যম যেখানে আপনি বেকার সময়ে ঘরে বসে বিভিন্ন ছোট ছোট কাজ
কমপ্লিট করে ইনকাম করতে পারেন। প্রতিদিন অ্যাড দেখার মাধ্যমে নির্ধারিত টাস্ক
কমপ্লিট এর জন্য আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এখানে অ্যাকাউন্ট খুলে আপনি বিভিন্ন
সার্ভে করেও ইনকাম করতে পারেন। বিভিন্ন ছোট ছোট টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট
করলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এছাড়াও এখানে বিভিন্ন অফার ও ভিডিও রয়েছে
যেগুলোতে বিভিন্ন সময় বোনাস দিয়ে থাকে।
আপনার ইনকাম বৃদ্ধির জন্য আপনি এখানে রেফারেল করতে পারেন। প্রতি রেফারেল এর
জন্য আপনাকে নির্দিষ্ট একটি বোনাস দেওয়া হবে। যেটা থেকে আপনার ইনকাম বৃদ্ধি
পাবে। ধৈর্য সহকারে কাজ করলে এখান থেকে ভালো একটি প্রফিট পাওয়া সম্ভব। এখানে
কাজ করার জন্য আপনার কোন অ্যাডভান্স অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
Ojooo অ্যাড থেকে ইনকাম
এটি এমন একটি ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন
দেখে আয় করতে পারে। এটি বিজ্ঞাপন বা অ্যাড দেখে আয় করার অন্যতম মাধ্যম। এখানে
নিয়মিত অ্যাড দেখতে হবে এবং প্রতিটি অ্যাড কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত দেখা
লাগবে। এখানে আপনি সর্বনিম্ন ২ ডলার পর্যন্ত উইথড্রো দিতে পারবেন। এখানে মূলত
অ্যাড দেখার পাশাপাশি আপনি রেফারেল ও প্রিমিয়াম অ্যাকাউন্ট করে আয় করতে
পারবেন।
আপনি যদি আপনার ইনকাম বৃদ্ধি করতে চান তাহলে নিয়মিত আপনাকে রেফারেল সংখ্যা
বাড়াতে হবে। অ্যাড সীমিত হওয়ার কারণে এখানে শুধুমাত্র অ্যাড দেখে তুলনামূলক
কম ইনকাম হয়। এখানে খুব বেশি ইনকাম করা সম্ভব নয়। তবে আপনি নতুন
ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে কোন অভিজ্ঞতা ও ইনভেস্ট ছাড়াই এখানে ইনকাম
করতে পারবেন।
ClipClaps থেকে ইনকামের উপায়
এটি এমন একটি অনলাইন মাধ্যম যেখানে আপনি ছোট ছোট মজার ভিডিও দেখে আনন্দিত হবেন
এবং সেই সাথে আপনি কিছু ইনকাম করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ভিডিও দেখে কিছু
কয়েন পাবেন যেগুলো পরবর্তীতে আপনি ডলারে কনভার্ট করতে পারবেন। এখানে নিয়মিত
কাজ করলে বড় ধরনের বোনাস পেতে পারেন। এছাড়াও এখানে গেম খেলে ইনকাম করা যায়।
আপনি যখন গেম খেলবেন তখন এর পয়েন্ট থেকে আয় হবে।
এছাড়াও আপনি এই অ্যাপে রেফারেল করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার রেফারেল
অনুযায়ী যতজন এই অ্যাপে আসবে আপনার ইনকাম তত বাড়বে। এটি সব সময় ইনকামের জন্য
নয়। আপনি বেকার সময়ে এটি ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন।
তবে আপনার ইনকামের পরিমাণ হবে সামান্য। বাড়তি ইনকামের জন্য আপনাকে অবশ্যই
রেফারেল করতে হবে।
CashKarma অ্যাড দেখে ইনকাম
এটি একটি মোবাইলভিত্তিক অ্যাপ। এখানে আপনি বিভিন্ন অ্যাড দেখে, সার্ভে ফরম পূরণ
করে, ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে এড দেখার জন্য পয়েন্ট দেওয়া
হবে। আপনি যখন কোন সার্ভে সম্পূর্ণ করবেন তখন এর থেকে কিছু পয়েন্ট পাবেন। আবার
কাউকে রেফারেল করার মাধ্যমেও আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন।
আরও পড়ুনঃ অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
এছাড়াও আপনি অ্যাপ ইনস্টল ও অফার, ভিডিও অথবা অ্যাড দেখে বিভিন্ন উপায়ে
পয়েন্ট অর্জন করতে পারবেন। অতিরিক্ত পয়েন্ট জমা হয়ে গেলে সেগুলো ডলারে
কনভার্ট করে ইনকাম করতে পারবেন। এখানে সর্বনিম্ন ৫ ডলার উইথড্রো করতে পারবেন।
এভাবে আপনি এই অ্যাপটি ব্যবহার করে কোন ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে
পারবেন।
মন্তব্যঃ অ্যাড দেখে টাকা ইনকাম
অ্যাড দেখে টাকা ইনকাম করার সহজ উপায় গুলো উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি যদি প্রাথমিক অবস্থায় কোনো ইনভেস্ট ছাড়া অনলাইন জগতে ইনকাম করতে চান
তাহলে উপরের সাইডগুলোতে অ্যাড দেখে কাজ করতে পারেন। এতে করে আপনার ইনকাম বৃদ্ধি
পাবে এবং বিভিন্ন সাইট সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান বৃদ্ধি পাবে।
এই ধরনের ইনকাম সাইট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। প্রতিদিন
নিত্যনতুন আর্টিকেল পেতে আমাদের ব্লগটি শেয়ার করুন। এছাড়াও আমাদের আর্টিকেলে
ইনকাম সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের
আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য
ধন্যবাদ।
Neha IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url