১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট ২০২৫
আপনি কি ১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট সম্পর্কে জানতে চান? যেখানে আপনি
শুধুমাত্র স্মার্ট ফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ দিয়ে ইনকাম
করতে পারবেন।
অনেকেই মনে করে অনলাইনে ইনকাম করতে হলে ইনভেস্ট এর প্রয়োজন পড়ে। কিন্তু বাস্তবে
কোন ইনভেস্ট ছাড়াই অনলাইনে আপনার কাজের স্কিল ও দক্ষতা অনুযায়ী প্রচুর অর্থ
উপার্জন করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
সূচিপত্রঃ ১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট
- ১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট
- Swagbucks থেকে আয় করার উপায়
- Inboxdollars থেকে আয় করার উপায়
- Skillshare জেনে ইনকাম করুন
- Chegg প্রশ্নের উত্তর দিয়ে আয় করুন
- Toptal প্রফেশনালদের জন্য প্রিমিয়াম ফ্রিল্যান্সিং সাইট
- Freelancer.com বিড করে ইনকাম করুন
- Time bucks থেকে ইনকাম করুন
- Medium থেকে আয় করার উপায়
- MTurk থেকে ইনকামের উপায়
- Rev থেকে আয় করার উপায়
- মন্তব্যঃ ১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট
১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট
১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত জানতে পারবেন।
অনলাইনে ইনকাম করার স্বপ্ন আমাদের সকলেরই রয়েছে। তবে এই স্বপ্ন বাস্তবে
রূপান্তরিত করার জন্য কিছু সঠিক ও সহজ মাধ্যম রয়েছে যেগুলো আমাদের সকলের জানা
প্রয়োজন। এমনও কিছু মাধ্যম রয়েছে যেখানে
দক্ষতা ছাড়াই ইনকাম করা যায়।
আবার অনেকে মনে করেন অনলাইনে ইনকাম করতে গেলে প্রাথমিক অবস্থায় অনেক টাকা
ইনভেস্ট করতে হয়। কিন্তু বাস্তবে
অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় রয়েছে যেগুলো জানা থাকলে
আপনার কোন প্রকার অর্থ ডিপোজিটের প্রয়োজন হবে না।
অনলাইনে ফ্রি ইনকাম সাইট গুলো সম্পর্কে যখন আলোচনা হয় তখন
অনেকেই এটাকে বিশ্বাস করতে চায়না।
তবে আপনার সঠিক জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন সাইটে অনলাইন থেকে কোন ইনভেস্ট
ছাড়াই দিনে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব। আপনার শুধুমাত্র দক্ষতা
থাকতে হবে এবং সময় ও ধৈর্য দিয়ে কাজ করতে হবে। নিচে আপনাদের ২০২৫ সালের সেরা
১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি যে বিষয়ের উপর
দক্ষ সে বিষয়ের উপর উপযুক্ত প্ল্যাটফর্মটি বেছে নিতে পারেন।
Swagbucks থেকে আয় করার উপায়
এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর সার্ভে করে ইনকাম করতে পারবেন। এই সাইটে আপনি
যত বেশি সার্ভে পূরণ করবেন আপনার ইনকাম তত বেশি হবে। সার্ভে পূরণ করা অতি সহজ
এবং এখানে সময়ও কম লাগে। এভাবে সার্ভে পূরণ করে
প্রতি সপ্তাহে ৫০০০ টাকা ইনকাম করাও সম্ভব হতে পারে। এছাড়াও
এখানে ভিডিও দেখে, রিভিউ দিয়ে কাজ করা যায়।
এখানে অনেক কাজ রয়েছে আপনার যদি সার্ভে ভালো না লাগে সে ক্ষেত্রে আপনি
এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। আবার এগুলো ছাড়াও আপনি অ্যাপ
ইনস্টল এবং গেম খেলে আয় করতে পারবেন। গেম খেলার সময় অবশ্যই আপনাকে টার্গেট
পয়েন্ট পেতে হবে। এটি অবশ্যই যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য অনলাইনে
টাকা ইনকাম করার সহজ উপায় হতে পারে। তবে সব ক্ষেত্রেই আপনার ধৈর্যের প্রয়োজন
রয়েছে।
Inboxdollars থেকে আয় করার উপায়
এটি একটি অনলাইন রিওয়ার্ড ওয়েবসাইট। এখানে আপনি ছোট ছোট বিভিন্ন কাজ করে আয়
করতে পারেন। এখানে আপনাকে যে সার্ভেগুলো দেয় সেগুলো সঠিক সময় পূরণ করতে পারলে
প্রতিনিয়ত নিত্যনতুন সার্ভে পাওয়া যায়। আপনার দক্ষতা ভালো থাকলে অবশ্যই
প্রতিদিনের সার্ভে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। এছাড়াও এখানে ভিডিও দেখে
ইনকাম করা যায়।
ভিডিও ধরন বিভিন্ন হতে পারে লাইফ স্টাইল ভিডিও, ফুড রিলেটেড ভিডিও, ট্রাভেল
সম্পর্কে ভিডিও ও এন্টারটেইনমেন্ট সম্পর্কে বিভিন্ন প্রকার ভিডিও থাকতে পারে।
এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নির্ধারিত টাস্ক কমপ্লিট করার পর পেমেন্ট পেতে
পারেন। এছাড়াও এখানে আপনি শপিং করার মাধ্যমে বোনাস পেতে পারেন। এখানে আপনি
এফিলেট মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন। গেম খেলে, ইমেইল রিডিং করে এবং ওয়েব
ব্রাউজ ব্যবহার করেও আপনি ইনকাম করতে পারেন।
Skillshare জেনে ইনকাম করুন
এটি একটি জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম সাইট। এখানে আপনার কাজের
দক্ষতা ও স্কিল অনেক প্রাধান্য পায়। আপনি যে বিষয়ের উপর দক্ষ সে বিষয়ের উপর
কোর্স করিয়ে ইনকাম করতে পারেন। এখানে আপনাকে একজন শিক্ষকের ভূমিকা পালন করতে
হবে। শিক্ষক যেমন তার ছাত্রকে কোন নির্ধারিত একটি টপিক ভালোভাবে বুঝিয়ে দিতে
পারে তেমনি আপনি যে বিষয়ের ওপর ভিডিও দিবেন সেই বিষয়টি ভালোভাবে উপস্থাপন
করতে হবে।
আপনার ভিডিওর কোয়ালিটি এবং আপনার উপস্থাপন যদি ভালো হয় তাহলে এখানে আপনি ভালো
একটি রিভিউ পাবেন। এখানে অ্যাকাউন্ট করার পর ভালোভাবে ভিডিও তৈরি করে পাবলিশ
করতে হবে। যেন হাজার হাজার শিক্ষার্থী আপনার ভিডিও দেখে উপকৃত হতে পারে। আপনার
ভিডিও প্রতি মাসে যত মিনিট দেখা হবে তার ওপর নির্ভর করে আপনার ইনকাম হবে।
এছাড়াও আপনি রেফারেল করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন। স্কিল শেয়ারে যে
কোর্সগুলো সবচেয়ে জনপ্রিয় সেগুলো হলো
- ডিজাইন
- মার্কেটিং
- ভিডিও এডিটিং
- লেখালেখি
- ফ্রিল্যান্সিং
- প্রোগ্রামিং
- ফটোগ্রাফি
Chegg প্রশ্নের উত্তর দিয়ে আয় করুন
এটি হলো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর দক্ষ হয়ে
প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করতে পারেন। এটি যেহেতু শিক্ষামূলক বিষয় নিয়ে কাজ
করে তাই আপনাকে যেকোনো এক ভাই একাধিক বিষয়ের উপর এক্সপার্ট হওয়া লাগবে। আপনি
যে বিষয়ের উপর এক্সপার্ট সে বিষয়ের উপর অ্যাকাউন্ট খুলবেন। আপনার
কোয়ালিফিকেশন চেক করার পর আপনি chegg expert হিসাবে অ্যাকাউন্ট পাবেন।
শিক্ষার্থীরা যে প্রশ্নগুলো করে সেগুলো ড্যাসবোর্ডে দেখতে পাবেন সেখান থেকে
আপনার পছন্দ অনুযায়ী প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারবেন। তবে আপনার উত্তর
এক্সপার্ট ভাবে দেওয়া লাগবে যেন যথাযথ নির্ভুল হয় এবং ব্যাখ্যাসহ দিতে হবে।
প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আপনি নির্ধারিত একটা মূল্য পাবেন। আপনি প্রতিদিন
যদি ৪০ থেকে ৫০ টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে আপনার ইনকাম অধিক বৃদ্ধি
পাবে।
Toptal প্রফেশনালদের জন্য প্রিমিয়াম ফ্রিল্যান্সিং সাইট
এটি প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য একটি উপযুক্ত যায়গা। এখানে টিকে থাকতে হলে
আপনাকে দক্ষ ফ্রিল্যান্সার হতে হবে। এটি সারা বিশ্বের দক্ষ ফ্রিল্যান্সারদের
নিয়ে কাজ করে। এখানে কাজের মূল্য অন্যান্য সাইটে তুলনায় অধিক বেশি পাওয়া
যায়। সব ফ্রিল্যান্সাররা এখানে আবেদন করে অ্যাকাউন্ট করতে পারে না। এখানে
আপনার কাজের ধরন এমন হওয়া লাগবে যেন সেটি বেস্ট অফ দা বেস্ট হয়।
এখানে কাজ করা প্রচুর কঠিন শুধুমাত্র অতিরিক্ত দক্ষ ফ্রিল্যান্সাররা টিকে থাকতে
পারে। এখানে কাজের চুক্তি ও পেমেন্ট সিস্টেম সবচেয়ে নিরাপদ। আপনি যদি সেই
লেভেলে তখন ফ্রিল্যান্সার হতে পারেন তবে এখানে অ্যাকাউন্ট করে অনেক অর্থ
উপার্জন করতে পারবেন। এখানে যে সকল কাজের চাহিদাগুলো সবচেয়ে বেশি সেগুলো
হলো।
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- ডিজাইন
- ফাইন্যান্স
- প্রোডাক্ট ম্যানেজমেন্ট
- প্রজেক্ট ম্যানেজমেন্ট
Freelancer.com বিড করে ইনকাম করুন
এটি একটি জনপ্রিয় আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে
ফ্রিল্যান্সাররা বিভিন্ন কাজের উপর বিড করে থাকেন। আপনি যে বিষয়ের উপর দক্ষ সে
বিষয়ের উপর বিড করে কাজ নিতে পারেন। বিড করে কাজ করলে বায়ার এবং ক্লায়েন্ট
দুজনের মধ্যে সম্পর্ক বজায় থাকবে। বায়াররা যখন তার প্রজেক্টের জন্য
ফ্রিল্যান্সার খুঁজে তখন বিভিন্ন ফ্রিল্যান্সাররা সেই কাজের উপর বিড করে থাকে।
ক্লায়েন্ট যার বিড পছন্দ করে তাকে কাজটি দিয়ে দেয়।
আপনি যে বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের ওপর এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। বিড
করার সময় অবশ্যই আপনাকে বলে দিতে হবে আপনি কাজটি কিভাবে করবেন। কাজটির জন্য
আপনাকে কেন বেছে নেবে এবং আপনি কত সময়ের মধ্যে কাজটি জমা দিবেন। আপনার কাজের
মান যদি ভাল থাকে তাহলে পরবর্তীতে সেই ক্লায়েন্ট আপনাকে পুনরায় কাজ দিবে। বিট
করার সময় অবশ্যই কাজের বিবরণ দেখে নিবেন। তারপর আপনার বিডের মূল্য নির্ধারণ
করবেন। এখানে যে কাজগুলোর উপর বেশি বিড জমা হয় সেগুলো হলো
- লোগো ডিজাইন
- ডাটা এন্ট্রি
- ওয়েবসাইট ডেভেলপমেন্ট
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
- এসইও অপটিমাইজেশন
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
Time bucks থেকে ইনকাম করুন
এটি একটি বৈধ ও বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েবসাইট। এখানে কাজ করে সহজেই ইনকাম
করতে পারবেন। বিভিন্ন সার্ভে পূরণ, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া, রেফারেল করা
ইত্যাদি কাজ করেও আয় করা যায়। এখানে কাজ করে
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা সম্ভব। প্রতিদিনের ইনকাম
প্রতিদিন দিয়ে দিবে।
এখানে যে সার্ভেগুলো পূরণ করা হয় সেগুলোর জন্য নির্ধারিত মূল্য পাওয়া যাবে।
এখানে ভিডিও দেখে ভিডিও পোস্ট করে বিভিন্ন এডে ক্লিক এবং পোস্ট করেও আয় করা
যায়। এছাড়াও বিভিন্ন গেম খেলে অ্যাপ ডাউনলোড করে ছোট ছোট ক্যাপচা পূরণ করে
ইনকাম করা সম্ভব। আপনি এখানে রেফারেল করার মাধ্যমেও প্রতিদিন নির্ধারিত কমিশনের
মাধ্যমে ইনকাম করতে পারবেন।
Medium থেকে আয় করার উপায়
এটি একটি আর্টিকেল লেখার অনলাইন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এখানে আপনি যেকোন
বিষয়ের উপর আর্টিকেল বা গল্প লিখতে পারেন। এখানে যারা পেইড মেম্বার রয়েছে
তারা যদি আপনার আর্টিকেল বা গল্প পড়ে তাহলে সেখান থেকে আপনার ইনকাম বৃদ্ধি
পাবে। পেইড মেম্বাররা আপনার আর্টিকেলে যত সময় দেবে আপনার ইনকাম ততো বৃদ্ধি
পাবে। পেইড মেম্বাররা আর্টিকেল পড়ার জন্য প্রতি মাসে নির্ধারিত একটি মূল্য
পরিশোধ করে। সেই মূল্য থেকেই আপনার আর্টিকেল যদি কোন পেইড মেম্বার পড়ে থাকে
সেখান থেকে নির্দিষ্ট একটি মূল্য আপনার একাউন্টে জমা হবে।
আপনি যদি আর্টিকেল লেখায় দক্ষ হয়ে থাকেন বিভিন্ন বিষয়ের ওপর সুন্দর ও
সুশৃংখল আর্টিকেল লেখা দিতে পারেন সে ক্ষেত্রে বিভিন্ন পাঠক আপনার আর্টিকেল
পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এভাবে কিছু সময় পর আপনার আর্টিকেলের
জনপ্রিয়তা বাড়বে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এখানে আপনি রেফার করে ইনকাম
করতে পারবেন। এখানে যে বিষয়ের ওপর লেখালেখি করে বেশি ইনকাম হয় সেগুলো
হলো।
- সেলফ ইমপ্রুভমেন্ট
- ফাইন্যান্স টিপস
- প্রোগ্রামিং কোডিং
- আর্টিকেল রাইটিং টিপস
- লাইফ স্টোরিজ
MTurk থেকে ইনকামের উপায়
এটি হলো অ্যামাজনের একটি ছোট আকারের ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম। এখানে আপনি
বিভিন্ন ছোট ছোট ফ্রিল্যান্সিং সম্পর্কিত কাজ করে ইনকাম করতে পারবেন। এখানে কাজ
করা সবচেয়ে বড় সুবিধা হল আপনি কোন স্কিল ছাড়াও কাজ শুরু করতে পারবেন। এখানে
সময় বেশি নিয়ে কাজ করা যায়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে ছোট ছোট
কাজ করে ইনকাম করে দেখতে পারেন। এখানে যে ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলো হলো
- সার্ভ পূরণ
- অডিও ট্রান্সক্রিপশন
- ইমেজ লেবেলিং
- ডাটা ভ্যালিডেশন
- প্রশ্ন-উত্তর টাস্ক
Rev থেকে আয় করার উপায়
এটি হলো একটি অনলাইন বিশ্বস্ত প্ল্যাটফর্ম। যেখানে আপনি বিভিন্ন অডিও ভিডিও
নিয়ে কাজ করতে পারবেন। আপনি সারাদিন অডিও ভিডিও শুনবেন বা দেখবেন এবং সেখান
থেকে এতে টাইপ করে লিখে দিবেন। আপনার লেখার উপর পেমেন্ট নির্ভর করবে। আপনি যেটি
লিখবেন সেটি সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা সহকারে লিখে দিবেন। অন্য যেকোন ভাষায়
অনুবাদ করে সাবটাইটেল তৈরি করে দিতে হবে।
এখানে সফলতা পেতে হলে আপনাকে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে। আপনার
মনোযোগ ও ধৈর্য থাকতে হবে।কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে
এবং আপনার ইন্টারনেট সংযোগ ও আপনার টাইপিং স্পিড বেশি হওয়া লাগবে। এখানে যে
ধরনের কাজগুলো করে ইনকাম করা যায় সেগুলো হলো
- ট্রান্সক্রিপশনিস্ট
- ক্যাপশনার
- সাবটাইটেলার
মন্তব্যঃ ১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট
১০টি ডিপোজিট ছাড়া ইনকাম সাইট সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এগুলো সবগুলোই বৈধ ও বিশ্বস্ত অনলাইন ইনকামের প্ল্যাটফর্ম। যেগুলোতে আপনি কাজ
করে ইনকাম করতে পারবেন। আপনি উপরের যে বিষয়ের উপর দক্ষ সে বিষয়ের উপর প্রকাশ
দিয়ে কাজ করেও ইনকাম করতে পারেন। আপনি চাইলে সব সাইটে একসাথে কাজ করতে পারেন।
এতে আপনার ইনকাম বৃদ্ধি পাবে।
তবে যে কোন সাইটে একাউন্ট খোলার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন। কারণ
অনলাইনে বিভিন্ন প্রতারণামূলক ওয়েবসাইট রয়েছে যে কোন থেকে সাবধানে থাকতে হবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ ব্লগ পেতে আমাদের আর্টিকেলটি শেয়ার করুন। আমাদের
আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের সাথে
থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
Neha IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url